FAQ for Technical Analysis Training Course

টেকনিক্যাল এনালাইসিস কোর্স- FAQ

  • টেকনিক্যাল এনালাইসিস কি?

    টেকনিক্যাল এনালাইসিস হলো শেয়ারের দাম ওঠা নামা বিশ্লেষন করার একটা সার্বজনীন ভাষা। টেকনিক্যাল এনালাইসিস মূলত এপ্লাইড সোসাল সাইকোলজি বা প্রত্যেক বিনিয়োগকারীর আচরণ বিশ্লেষনের মাধ্যমে টাকা বানানোর শিল্প।

  • টেকনিক্যাল এনালাইসিস থেকে কি পাওয়া যায়?
    • নিজের মূলধনের সর্বোচ্চ নিরাপত্তা
    • দামের ভবিষ্যৎ গতিপথ নির্ণয় করার যোগ্যতা
    • শেয়ার ও সুচকের ট্রেন্ড বুঝতে পারার সাধারণ জ্ঞান
    • সঠিক সময়ে শেয়ার কেনা বা লাভ তুলে নেয়ার সিদ্ধান্ত
    • অর্থের সর্বোচ্চ ব্যাবহার নিশ্চিত করার দক্ষতা
    • সবচেয়ে কম ঝুকি নিয়ে সবচেয়ে বেশী লাভ তুলে আনার মত সকল তথ্যের সুত্র টেকনিক্যাল এনালাইসিস থেকে পাওয়া যায়।
  • কেন বেসিক টেকনিক্যাল এনালাইসিস শেখাটা জরুরী?

    আধুনিক শেয়ার বাজার অনেক বেশী শর্ট টার্ম ওরিয়েন্টেড এবং অত্যন্ত ঝুকিপূর্ণ হয়ে যাওয়ায় টেকনিক্যাল এনালাইসিস শেখার কোন বিকল্প নাই।


    Trading Code EXCH
    News Title: DSENEWS: Greetings Message
    News: Honorable Investors, Good morning! Please make your investment decision based on company fundamentals, technical analysis, price level and disclosed information. Avoid rumor-based speculations

    ডিএসই অফিসিয়াল ওয়েব সাইটে প্রতিদিন লেনদেন শুরুর আগে এই তথ্যটি দিয়ে সাধারণ বিনিয়োগকারীদের বাজার বিশ্লেষন করে বিনিয়োগের পরামর্শ দেয়া হয়। ঢাকা ষ্টক এক্সচেঞ্জের মালিক পক্ষ বাজার বিশ্লেষনের গুরুত্ব বুঝতে পারলেও আমরা সাধারণ বিনিয়োগকারীরা সেটা বুঝতে পারি না। প্রতিটা ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান সহ সকল মিউচুয়াল ফান্ড শেয়ার বাজারে বিনিয়োগের জন্য তাদের ট্রেডারদের আমাদের কাছ থেকে বা দেশের বাইরে থেকে টেকনিক্যাল এনালাইসিস শিখিয়ে আনছে কিন্তু আমরা সাধারণ বিনিয়োগকারীরা এখনো নিজেদের অনেক বেশী স্মার্ট মনে করি আর মুলধন হারিয়ে নিঃস্ব হয়ে যাওয়াদের মত গুজবের পেছনেই ছুটি।
    টেকনিক্যাল এনালাইসিস শিখলে আপনি বাজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সকল বিনিয়োগকারীর সবচেয়ে মৌলিক তিনটি প্রশ্নের উত্তর নিজেই খুঁজে বের করতে পারবেন:

    1. কখন কিনব?
    2. কখন বিক্রি করব? আর
    3. কখন বেড়াতে যাব?
  • বেসিক টেকনিক্যাল এনালাইসিস কোর্সটি কত দিনের?

    আমার স্টক বেসিক টেকনিক্যাল এনালাইসিস কোর্স সাধারণত একদিন বা দুই দিনের হয়। দশ ঘন্টার এই কোর্সটি প্রধাণত শু্ক্র এবং শনিবারে সম্পন্ন হয়।

  • কোর্স শেষে কি কোন ফলোআপের ব্যাবস্থা আছে ?

    কোর্স শেষে কোন কিছু আবার বুঝতে বা অনুশীলনের সময় তৈরি হওয়া সকল প্রশ্নের উত্তর পেতে অনলইনে ফলোআপের ব্যাবস্থা আছে।

  • কোর্স ফি কত?

    আমার স্টক বেসিক টেকনিক্যাল এনালাইসিস কোর্স ফি ৬৫০০.০০ টাকা মাত্র। এখানে ক্লিক করে কোর্স ফি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন।

  • ইভিনিং কোর্সের কি কোন ব্যাবস্থা আছে?

    আমার স্টক ফ্রি টেকনিক্যাল এনালাইসিস কোর্সটি শুধুমাত্র বিকালে (৪টা থেকে ৮ টা) হয়। ফ্রি টেকনিক্যাল এনালাইসিস কোর্সটিতে অংশগ্রহন করতে এই লিংকে ক্লিক করে রেজিষ্ট্রেশন করুন।

  • আপনারা কোর্সগুলো কোথায় করান?

    ফিনাভেস্তা টেকনোলজিস লিমিটেড এবং আমার স্টকের প্রধান কার্যালয়ে কোর্সগুলো সম্পন্ন হয়। আমাদের ঠিকানা ৬১ মতিঝিল, রেড ক্রিসেন্ট হাউজ ১০ম তলা। বিস্তারিত ঠিকানা ও ফোন নম্বর জানতে এই লিংকে ক্লিক করুন।

  • আপনারা কি কোন সার্টিফিকেট প্রদান করেন?

    হুম- কোর্স শেষে আমরা সার্টিফেকট প্রদান করি।

  • এডভান্স কোর্সের জন্য কারা আবেদন করতে পারবে?

    আমার স্টক বেসিক টেকনিক্যাল এনালাইসিস কোর্স যারা সফল ভাবে সম্পন্ন করেছেন শুধুমাত্র তারাই এডভান্স কোর্সের জন্য রেজিষ্ট্রেশন করতে পারবেন।

  • অন্য কোন প্রতিষ্ঠান থেকে বেসিক কোর্স করা থাকলে কি আমার স্টক এডভান্সড কোর্স করা যাবে?

    আপনি যদি বিগত দুই বছরের মধ্যে অন্য কোন প্রতিষ্ঠান থেকে বেসিক কোর্স করে থাকেন তাহলে সেই কোর্সের সার্টিফিকেট দেখিয়ে আমাদের এডভান্সড কোর্স করতে পারবেন। সেক্ষেত্রে আপনি আমাদের এডভান্সড কোর্সে ১০% ছাড়ও পাবেন ।

  • বেসিক কোর্সে কতজন অংশগ্রহন করতে পারে?

    সর্বোচ্চ ১৫ জনকে প্রতিটি আমার স্টক বেসিক টেকনিক্যাল এনালাইসিস কোর্সে সুযোগ দেয়া হয়।

  • এডভান্সড কোর্সে কতজন অংশগ্রহন করতে পারে?

    সর্বোচ্চ ৬ জনকে এডভান্সড টেকনিক্যাল এনালাইসিস কোর্সে সুযোগ দেয়া হয়।

  • আমাদের ট্রেইনাররা হলেনঃ
    1. আসাদ উল (বাংলাদেশের প্রবীণ টেকনিক্যাল এনালাইসিস প্রশিক্ষক)
    2. শায়ান বিন রাহিম (বাংলাদেশে টেকনিক্যাল এনালাইসিস ফাউন্ডারদের একজন)